Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফখরুল-খসরুর জামিন আবেদন শুনানি ১৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফখরুল-খসরুর জামিন আবেদন শুনানি ১৪ ফেব্রুয়ারি

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন করা হয়েছে। 

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই জামিন আবেদন করা হয়। বিচারক মো. আছাদুজ্জামান শুনানির জন্য ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

দুই বিএনপি নেতার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ ফেব্রুয়ারি মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করেন। এর আগে আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর হয় ওই আদালতে। পৃথক ওই দুটি আদেশ চ্যালেঞ্জ করে মহানগর দায়রা আদালতে জামিন আবেদন করা হয়েছে। 

মির্জা ফখরুলকে গত বছর ২৯ অক্টোবর সকালে আটক করার পর বিকেলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই দিন তাঁর জামিন নামঞ্জুর হয়। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন। গত ১০ জানুয়ারি হাইকোর্ট মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীরা বেলা ১টার সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালান। 

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার পুলিশ পরিদর্শক মফিজুর রহমান মামলা করেন। 

২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ। ৩ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয় এবং একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৬ দিনের রিমান্ড শেষে ১০ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। 

এই মামলায় মির্জা আব্বাস, বরকত উল্লাহ বুলুসহ ৭২ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামিও রয়েছেন। 

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্টন শাহজাহানপুর রমনা থানায় বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে ১১টি মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয়। এর মধ্যে ১০ মামলায় মির্জা ফখরুল জামিন পেয়েছেন। অন্যদিকে আমীর খসরুকে ১০ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে ৯টিতে তিনি জামিন পেয়েছেন।

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ উড়লেন কৃষকের ছেলে জুলহাস

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

হতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

কর্ণফুলী নদীতে মিলল যুবকের গলিত লাশ

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি, ২ জেলে আহত

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন