Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

স্ট্যান্ড ফর এনআইডি: মানববন্ধন কর্মসূচিতে ইসির কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্ট্যান্ড ফর এনআইডি: মানববন্ধন কর্মসূচিতে ইসির কর্মীরা
বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে বেলা ১১ থেকে মানববন্ধন কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা। পূর্বঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে বেলা ১১ থেকে মানববন্ধন কর্মসূচি শুরু করেন তাঁরা।

গতকাল বুধবার জানানো হয়, ইসি সচিবালয় ও সারা দেশের অফিসের বাইরে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা মানববন্ধন চলবে। এ সময় এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে।

মানববন্ধনে বিক্ষোভকারীরা-‘এক-দুই-তিন-চার, এনআইডির পিছু ছাড়’; ‘ভোট চুরির ধান্দা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়’; ‘ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা, বিভক্তি মানি না’; ‘এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার; ‘ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন। একই ধরনের লেখা সংবলিত প্ল্যাকার্ডও রয়েছে তাঁদের হাতে।

এদিকে আইডিয়া-২ প্রকল্পের সব কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নিয়েছেন।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘মঙ্গলবারের মধ্যে আইন বাতিল করে এনআইডি সেবা ইসির অধীনে রাখার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না পেলে বুধবার তিন ঘণ্টা ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি পালন করা হবে।’

আগামী বুধবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচির সময় কর্মবিরতি থাকবে। সেই হিসাবে এই সময় এনআইডি সেবা বন্ধ থাকবে বলে জানান তিনি।

আরও খবর পড়ুন:

ধর্ষণের প্রতিবাদে ৫ দফা দাবিতে শামছুন নাহার হলের সাবেক ভিপির লাগাতার অবস্থান

আরেফিন সিদ্দিকের জানাজা শুক্রবার জুমার পর

নিষিদ্ধ ৯ হিযবুত কর্মী রিমান্ডে, কারাগারে ১৩

ঢাবিতে মাগুরার শিশুটির গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল

সিদ্ধিরগঞ্জে শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে অগ্নিকাণ্ড

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্ত্রীকে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী

পদ্মায় বাল্কহেডডুবি: ১৩০ ফুট পানির নিচ থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার

ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে মশাল মিছিল