Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুরে চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। চলন্ত অবস্থায় ট্রেনের জেনারেটরের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মহুয়া এক্সপ্রেস ট্রেনের টিকিট পরীক্ষক ইমাম হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনটি সাতখামাইর রেলওয়ে স্টেশনে প্রবেশের একটু আগে জেনারেটরের বগিতে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখার পরপরই ট্রেনের চালক (লোকো মাস্টার) গতি কমিয়ে থামিয়ে ফেলেন। দ্রুত জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর ফোন কল করলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।’

মহুয়া ট্রেনের সহকারী লোকো মাস্টার চালক আজিজুল রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনটি সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে ছাদে থাকা যাত্রীরা আগুন আগুন বলে ডাক চিৎকার শুরু করেন। পরে আমি ট্রেনের গতি রোধ করে ট্রেনটি থামিয়ে দিই।’

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী রেজাউল করিম বলেন, ‘ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের

বুয়েটে প্রথমবারের মতোরিনিউয়েবল এনার্জি ফেস্ট

ভুয়া চিকিৎসা সনদে পেশাদার লাইসেন্স

তত্ত্বাবধায়কের দুর্নীতিতে সরকারের গচ্চা ১৪ লাখ