হোম > সারা দেশ > ঢাকা

কোটি টাকার আইসসহ উচ্চারণ ব্যান্ডের রেবেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) সংগীতশিল্পী এনামুল কবির রেবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী। গতকাল শুক্রবার রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলাম এ তথ্য জানান। 

রাশেদুল বলেন, রেবেল মূলত মাদক কারবারি মো. লিটন ওরফে লিটু ওরফে ভাইজানের হয়ে কাজ করেন। রেবেল ওই মাদক কারবারির ঠিকানা দিলে পরে বাড্ডা এলাকায় মো. লিটনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন আলামত জব্দ করা হয়। তবে লিটু ও তাঁর সহযোগী অমিত পলাতক রয়েছেন। তাঁদের কাছ থেকে এক কেজি পরিমাণ আইস উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

পুলিশ জানিয়েছে, এনামুল কবির রেবেল জনপ্রিয় ব্যান্ড শিল্পী পপগুরু আজম খানের দল ‘উচ্চারণের’ সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রাশেদ।

পুলিশ আরও জানায়, পাঁচ বছরেরও বেশি সময় ধরে লিটুর মাদক কারবারে সহায়তা করে আসছেন রেবেল। একটি অনুষ্ঠানে তাঁদের পরিচয় হয়। পরবর্তীকালে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। দুজনের আর্থিক লেনদেনেরও অনেক নজির আছে। তাঁদের বিরুদ্ধে রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭