Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কোটি টাকার আইসসহ উচ্চারণ ব্যান্ডের রেবেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটি টাকার আইসসহ উচ্চারণ ব্যান্ডের রেবেল গ্রেপ্তার

কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) সংগীতশিল্পী এনামুল কবির রেবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী। গতকাল শুক্রবার রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলাম এ তথ্য জানান। 

রাশেদুল বলেন, রেবেল মূলত মাদক কারবারি মো. লিটন ওরফে লিটু ওরফে ভাইজানের হয়ে কাজ করেন। রেবেল ওই মাদক কারবারির ঠিকানা দিলে পরে বাড্ডা এলাকায় মো. লিটনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন আলামত জব্দ করা হয়। তবে লিটু ও তাঁর সহযোগী অমিত পলাতক রয়েছেন। তাঁদের কাছ থেকে এক কেজি পরিমাণ আইস উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

পুলিশ জানিয়েছে, এনামুল কবির রেবেল জনপ্রিয় ব্যান্ড শিল্পী পপগুরু আজম খানের দল ‘উচ্চারণের’ সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রাশেদ।

পুলিশ আরও জানায়, পাঁচ বছরেরও বেশি সময় ধরে লিটুর মাদক কারবারে সহায়তা করে আসছেন রেবেল। একটি অনুষ্ঠানে তাঁদের পরিচয় হয়। পরবর্তীকালে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। দুজনের আর্থিক লেনদেনেরও অনেক নজির আছে। তাঁদের বিরুদ্ধে রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

বিক্ষোভের ডাক হিজবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি