বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ বিষয়ে আজ সোমবার বিমানের পক্ষ থেকে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, এই ভুয়া ফেসবুক পেজ, গ্রুপ ও ভুয়া নিয়োগের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোনো সম্পর্ক নেই। উক্ত ভুয়া নিয়োগে ‘পাসপোর্ট চেকার’ পদ উল্লেখ করা হয়েছে। পাসপোর্ট চেকার নামে কোনো পদই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রকাশ করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের অফিশিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম এবং লোগো কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধনকৃত। তাই অনুমতি ব্যতীত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম এবং লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।