হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়, উন্নয়ন করে না: স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়, উন্নয়ন করে না।’ আজ শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও চাচিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভায় মন্ত্রী এ কথা বলেন। 

যারা কথা দিয়ে কথা রাখে না, তাদের আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার সঠিকভাবে মোকাবিলা করায় সারা বিশ্ব আমাদের প্রশংসা করেছে। যখন করোনার টিকা পাওয়া যাচ্ছিল না, তখন আমরা করোনার টিকা বিনা মূল্যে ব্যবস্থা করেছি। করোনা মহামারির সময় বিএনপি মানুষের পাশে না থেকে সমালোচনায় ব্যস্ত ছিল। করোনার টিকায় নাকি কোনো উপকার হবে না। কিন্তু টিকার কারণেই আমাদের মৃত্যুহার কম ছিল। আবার বিএনপি-জামায়াতের লোকই আগে টিকা নিয়েছে।’ 

দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সভাপতিত্ব করেন দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কিবরিয়ার। 

সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজার সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস ছালাম পিপি, এলজিডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফয়জুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জের সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর হক, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন প্রমুখ। 

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দিঘলিয়ার বিভিন্ন উন্নয়নমূলক নতুন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাপ্ত ভবন উদ্বোধন করেন।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন