মুগদা হাসপাতালের আইসিইউতে আগুনে দগ্ধ ও আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তাঁদের অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন হাসপাতালের আইসিইউ নার্স ইনচার্জ শাহিনা আক্তার (৪০), ক্যাথ ল্যাবের নার্স ইনচার্জ মনিকা পেরেরা (৪০), নার্স রুমি খাতুন (৩১), হাসপাতালে টিকা নিতে আসা সাইদুর রহমান (২৫), টেকনিশিয়ান জহিরুল হক মজুমদার (৪৫), ওয়ার্ডবয় নাজমুল হাসান (২১) ও ওমর ফারুক (২৫)।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, দগ্ধ ও আহতদের এখানে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে চারজন দগ্ধ হয়েছেন। বাকি তিনজনের মাথায় ও শরীরে কাট ইনজুরি রয়েছে। যাঁদের শরীরে কাট ইনজুরি, তাঁদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।