হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপান, নির্মাণশ্রমিকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপানে নজরুল ইসলাম (৩৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার আবদার গ্রামে এ ঘটনা ঘটে।

নজরুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার দশধারা গ্রামে। গত চার মাস ধরে তিনি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আবুল হোসেনের বাড়িতে ভাড়া থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।

ওই বাড়ির অপর ভাড়াটিয়া সাদ্দাম হোসেন বলেন, এই বাসায় ওঠার পর থেকে প্রায় সময়ই নজরুলের পরিবারে ঝগড়াঝাঁটি লেগে থাকত। আজ সকালেও স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। বিষপানের বিষয়টি তাঁর স্ত্রী বুঝতে পেরে প্রথমে তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নজরুলের স্ত্রী রাশেদা বেগম বলেন, ‘আমার সঙ্গে সামান্য ঝগড়া হওয়ার পর তিনি বিষ খেয়ে ফেলেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কখন কোথা থেকে তিনি বিষ কিনেছেন আমার জানা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত থানার পুলিশকে কেউ অবহিত করেনি। তবু খোঁজখবর নিয়ে দেখব।’

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন