গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। এ দুটি অ্যাকাউন্ট থেকে কোনো বিভ্রান্তিকর ও আপত্তিকর কোনো কনটেন্ট প্রকাশ পেলে তাতে বিভ্রান্ত না হতে বলা হয়েছে।
আজ বুধবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে অ্যাকাউন্ট দুটি আনভিজিবল (অদৃশ্যমান) হয়ে আছে। বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মতিউর রহমান আরও বলেন, জেলা প্রশাসক সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছেন। দুটি অ্যাকাউন্ট থেকে কোনো বিভ্রান্তিকর পোস্ট বা অন্য কোনো কনটেন্ট প্রকাশ পেলে তাতে বিভ্রান্ত না হতে বলেছেন তিনি।