নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায় হামিদুল ইসলাম (৩০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চানমারি-আদমজী সড়কের তল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হামিদুল ইসলাম নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টের প্রিন্ট বিভাগের শ্রমিক ছিলেন। তিনি তল্লা চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। সকালে বাইসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, হামিদুল বাইসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। তাঁর পাশ দিয়ে একটি কাভার্ডভ্যান অতিক্রম করার সময় তিনি ও ভারসাম্য হারিয়ে সাইকেল থেকে পড়ে গেলে কাভার্ড ভ্যানের পেছনের চাকার পিষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান তিনি।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন কাভার্ড ভ্যানের চালক জাহিদুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।