Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শুক্রবার দিন আমার বাবাকে হত্যা করা হয়েছিল: প্রতিমন্ত্রী রাসেল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শুক্রবার দিন আমার বাবাকে হত্যা করা হয়েছিল: প্রতিমন্ত্রী রাসেল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাঁর বাবা খুন হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে আবারও তাঁকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেছেন, ‘২০০৪ সালে ৭ মে শুক্রবার আমার বাবা সাবেক সাংসদ শহীদ আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমার বাবার মৃত্যুর পর আপনারা আমাকে নির্বাচনে ভোট দিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং সেই সঙ্গে আমার বাবার মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না। আমি চারবারের সংসদ সদস্য হয়েও কোনো দুর্নীতির সঙ্গে জড়াইনি।’ 

প্রতিমন্ত্রী তাঁর বাবাকে স্মরণ করে আরও বলেন, ‘শহীদ আহসান উল্লাহ মাস্টার তার জীবনজুড়ে আপনাদের সেবা করে গেছেন। আমিও যত দিন বেঁচে থাকব, আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।’ এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। 

আজ শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মরকুন এলাকায় আল–আকসা জামে মসজিদের পুনর্নির্মাণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী রাসেল। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ডা. আফজাল হোসেন হিমেল, গাজীপুর মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ্ আমান, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম তুষার প্রমুখ।

ভাইরাল ভিডিওতে নারীদের লাঠিপেটা করা সেই যুবক গ্রেপ্তার

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

পাগল বেশে মেয়েদের উত্ত্যক্তকারী সেই তরুণ গ্রেপ্তার

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে একদিনে অন্তত ১৫টি বিক্ষোভ

ভূঞাপুরে খাদ্য কর্মকর্তার ‘হাত কেটে নেওয়ার’ হুমকি বিএনপি নেতার

প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্ত করার দাবি শিক্ষকদের

রাবির সাবেক ভিসি আবদুস সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজধানীতে পোশাকশ্রমিককে চাপা দেওয়া পিকআপ ভ্যানের রেজিস্ট্রেশন স্থগিত

সালমান এফ রহমান ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা