হোম > সারা দেশ > ঢাকা

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবু সাঈদ। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় দেওয়া হয়। একই সঙ্গে মামলার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এ ছাড়া এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ জুন দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম এবং তৎকালীন বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সে অনুযায়ী আজ তাঁদের হাজির করা হয়।

পরে আদেশের বিষয়ে প্রসিকিউটর মীযানুল ইসলাম বলেন, আবু সাঈদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ পেয়েছি। এই মামলায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের হেলমেট বাহিনীও আছে। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে। আমরা আরও যাচাই-বাছাই করছি। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি, পরবর্তী ধার্য তারিখে প্রতিবেদন দাখিল করতে পারব।

প্রসিকিউটর মীযানুল ইসলাম বলেন, জঙ্গি নাটক সাজানোর ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল এক দিন করে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছেন।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন