হোম > সারা দেশ > ঢাকা

জাবির মুক্তমঞ্চে গাইবেন সাবিনা ইয়াসমিন

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে গাইবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তিনি আগামীকাল শনিবার রাত সাড়ে ৮টায় সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

আজ শুক্রবার তৃতীয় পুনর্মিলনী উদ্‌যাপন পরিষদের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই গুণী শিল্পীকে সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনী উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। কাল সকাল ১০টায় আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম সকাল। পরে একুশের পাদদেশ থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সরকার ও রাজনীতি বিভাগের সামনে এসে শোভাযাত্রা শেষ হবে। 

অনুষ্ঠান উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিভাগের সাবেক বনাম বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। এ ছাড়া নারী ও শিশুদের জন্য রাখা হয়েছে নানা রকমের খেলাধুলার ব্যবস্থা। 

পরে বিকেল ৫টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণা করবেন। স্মৃতিচারণা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সম্মাননা দেওয়া হবে সরকার ও রাজনীতি বিভাগের সাবেক ও প্রয়াত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাবেক গুণী শিক্ষার্থীদের। পরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

সেকশন