হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে আজ বুধবার সকাল সোয়া ১০টা থেকে টঙ্গী খাঁ পাড়া এলাকায় সড়কের উভয় পাশে অবস্থান নেন তাঁরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ বলছে, খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন ড্রেসেস লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন। কারখানাটির কর্তৃপক্ষ গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। এর মালিক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাহাউদ্দিন চৌধুরী বাকের। কারখানাটি বিজিএমইএর সদস্য।  

বিক্ষোভরত শ্রমিকেরা জানান, গত জুন, জুলাই ও আগষ্ট মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এক সপ্তাহ ধরে বেতন পরিশোধের তাগাদা দিলেও শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না। এ নিয়ে কয়েক দিন ধরেই কারখানার ভেতর শ্রমিক অসন্তোষ চলছিল। 

এর মধ্যেই আজ মঙ্গলবার সকালে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সেখান থেকে খাঁ পাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে এই কারখানার মালিক প্রায়ই ব্যর্থ হন। কয়েক দিন যাবৎ দফায় দফায় বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকেরা। কিন্তু কারখানার মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় সকালে শ্রমিকেরা রাস্তায় নামেন। 

মো. মোশারফ বলেন, ‘আমরা শ্রমিকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। তবু শ্রমিকেরা সড়ক থেকে সরছেন না। বেতন পরিশোধের নিশ্চয়তা পেলেই কেবল সড়ক থেকে উঠবে বলে জানিয়েছেন।’

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে