হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় ধরা পড়ল ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে ১০ মণ ওজনের একটি বিশালাকার শাপলা পাতা মাছ ধরা পড়েছে। রোববার (২৯ আগস্ট) ভোর ৭টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় স্থানীয় জেলে বাবু সরদারের জালে মাছটি ধরা পড়ে। 

মাছটি দেখতে দৌলতদিয়া থেকে শুরু করে গোয়ালন্দের অনেক মানুষ ভিড় করে। এ সময় মাছের সঙ্গে ছবি তুলতে অনেকেই হুমড়ি খেয়ে পরে। 

মাছটি বিক্রির উদ্দেশ্যে আজ সকাল ৮টার দিকে দৌলতদিয়া বাজার একতা মৎস্য আড়তে নিয়ে আসেন বাবু সরদার। পরে একতা মৎস্য আড়তের মালিক দুলাল মণ্ডলের মাধ্যমে রাজবাড়ীর মাছ ব্যবসায়ী কুটি মণ্ডলের কাছে মাছটি বিক্রি হরা হয়। ৮ হাজার টাকা মণ দরে মোট ৮০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। 

গোয়ালন্দের উত্তর দৌলতদিয়ার জেলে বাবু সরদার আজকের পত্রিকাকে জানান, তিনিসহ ৮ জন আজ ভোর ৬টায় ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে কৌনা জাল ফেলেন। জাল ফেলার ১ ঘণ্টা পর জাল তোলার সময় তারা বুঝতে পারেন অনেক বড় একটা কিছু আটকা পড়েছে। তখন জাল টানা শুরু করলে অতিরিক্ত ওজন টেনে তুলতে হিমশিম খেতে হয়েছে। অনেক কষ্টে জাল ওপরে তুলে শাপলা পাতা মাছটি দেখতে পান। 

অনেক দিন আগে এর থেকেও বড় একটি শাপলা পাতা মাছ পেয়েছিলেন বাবু। আবারও একটি বড় মাছ পেয়ে তিনি অনেক খুশি। 

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এটিকে বলে স্ট্রিং রে। পদ্মা নদীতে এমন মাছ সচরাচর পাওয়া যায় না। তবে এই মাছ খাওয়ার দিক থেকে জনপ্রিয় না বলে দামও বেশি না। এখন নদীতে মাঝে মধ্যেই বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাশ সহ নানান মাছ পাওয়া যাচ্ছে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। 

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের ৪ দিনের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা