Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার ২ আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার ২ আরোহী নিহত

গাজীপুর মহানগরীর টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে পুবাইল থানাধীন রেলগেট এলাকায় কাভার্ড ভ্যান–অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুবাইল বাসস্ট্যান্ড ও খোকন ফিলিং স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মাহবুব উজ জামান বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। 

স্থানীয়দের বরাতে গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মাহবুব উজ জামান জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চারজন যাত্রী নিয়ে পুবাইলের দিকে আসছিল। এ সময় কালীগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালক ও যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়। 

স্থানীয়রা হতাহতদের চারজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে আরও একজন মারা যান। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। 

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান উপপুলিশ কমিশনার মাহবুব উজ জামান।

আপনার এলাকায় খুন হচ্ছে, থানায় বসে করেন কী: গভীর রাতে ওসিকে তরুণের জেরা

চাঁদাবাজির অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি জাকিরসহ দুজন গ্রেপ্তার

চীনের সঙ্গে সম্পর্কে ইতিবাচক, ভারতের বেলায় নেতিবাচক মনোভাব বেশি: জরিপ

৭ মাস পর শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

নতুন ১৮ ওয়ার্ড থেকে নামমাত্র রাজস্ব আসছে: ডিএনসিসি প্রশাসক

ধর্ষণবিরোধী মশাল মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, গণমিছিলের ডাক

টঙ্গীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

ধর্ষণবিরোধী পদযাত্রা থেকেই পুলিশের ওপর আক্রমণ: দাবি ডিএমপির