রাজবাড়ীর কালুখালীতে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার গান্দিমারা বাজার এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোকাররম (৫৫)। তিনি উপজেলার বিকয়া গ্রামের মোতাহারের ছেলে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ।
স্থানীয়দের বরাতে ওসি হারুন অর রশিদ বলেন, আজ বিকেলে রাজবাড়ীগামী একটি মাইক্রোবাস গান্দিমারা বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক মোকাররম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি হারুন অর রশিদ আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পরপরই চালক মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান। মাইক্রোবাসসহ চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।