নারায়ণগঞ্জ প্রতিনিধি
মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে আয়োজিত হবে মেলার ২৮তম আসর। উদ্বোধনকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে এখনো চলছে প্রস্তুতিমূলক কাজ।
এবারের বাণিজ্য মেলা নির্বাচনের কারণে পিছিয়ে ২১ জানুয়ারি শুরু হচ্ছে। ২৮তম আসরে দেশি-বিদেশি মোট ৩৫০টি স্টল চালু করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। তবে গত মেলায় উদ্বোধনের ১৫ দিন পরেও স্টল চালু করতে দেখা গেছে অনেক ব্যবসায়ীকে।
এদিকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমনকে কেন্দ্র করে এক্সিবিশন সেন্টারের পশ্চিম গ্যালারিতে থাকা স্টলগুলোর কাজ প্রায় সম্পন্ন। তবে পূর্ব গ্যালারিতে এখনো চলছে নির্মাণকাজ। মেলা উদ্বোধনের অন্তত এক সপ্তাহ লেগে যেতে পারে সবগুলো স্টল চালু করতে। এবারের মেলায় ব্যবসায়ীদের স্টল বরাদ্দের অর্থ এবং প্রবেশের টিকিটের দাম বৃদ্ধি পাচ্ছে।
মেলা প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়বে গেট নির্মাণের কর্মযজ্ঞ। প্রবেশপথে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু টানেল ইত্যাদির সমন্বয়ে সাজানো হয়েছে গেট। মেলার প্রবেশপথের এমন আকর্ষণীয় নকশা স্বাভাবিকভাবেই নজর কাড়বে দর্শনার্থীদের।
রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলাকে ঘিরে গত দুই আসরেই দেখা দিয়েছে যানজটের ভোগান্তি। সেই যানজট কমিয়ে আনতে প্রশাসনের বাড়তি সহায়তা ও পর্যাপ্ত পার্কিং স্পেস রাখার কথা কর্তৃপক্ষ জানিয়েছে। মেলার ভেতরে ও বাইরে থাকবে পার্কিং করার জায়গা। পাশাপাশি মেলার বাইরের সড়কে অতিরিক্ত আনসার ও পুলিশ সদস্যের উপস্থিতি চেয়েছেন আয়োজকেরা।
বাণিজ্য মেলা পরিচালনার দায়িত্বে থাকা রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব বিবেক সরকার বলেন, ‘সড়কের নির্মাণকাজ চলমান থাকায় যানজট সমাধানে প্রশাসনের সঙ্গে পরামর্শ করেছি আমরা। একাধিক বিকল্প সড়ক চালু রাখা হবে। বাড়তি আনসার ও পুলিশ সদস্যদের উপস্থিতি থাকবে। আর মেলার ভেতরে নজরদারির জন্য পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার উপস্থিতি থাকবে।’
এবারের মেলায় কতগুলো দেশের স্টল থাকবে তা জানতে চাইলে বলেন, ‘দেশের বাইরে ভারত, পাকিস্তান, তুরস্ক, হংকং ও ইরানের স্টল থাকবে। তবে দেশীয় নতুন উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে আমাদের বাড়তি নজর রয়েছে।’