হোম > সারা দেশ > ঢাকা

শনিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন রনি

ঢামেক প্রতিনিধি

কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে পরিকল্পনা মেডিকেল বোর্ডের চিকিৎসকদের।

মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর হাতের ড্রেসিং এর পর এই সিদ্ধান্ত নেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন।

ডা. আইউব হোসেন বলেন, ‘বাম হাত ব্যতীত রনির শরীরের সবস্থানের দগ্ধ ঘা শুকিয়ে গেছে। আজকে তাঁর হাতে আবার ড্রেসিং করা হয়েছে। ড্রেসিং এ হাতের তালুর বিপরীত পাশে ফোসকার মতো দেখা গেছে। সেখানকার ঘা এখনো পুরোপুরি শুকায়নি। সেজন্য সেখানে আবার ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আজকে তাকে গোসল করানো হয়েছে।’

ডা. আইউব জানান, বোর্ডের চিকিৎসকেরা সবাই আশাবাদী আগামী শনিবারের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। শনিবারই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যাবে। সেই পরিকল্পনা মতে সব কাজ এগিয়ে যাচ্ছে।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন দেশবরেণ্য কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পুলিশের ৪ সদস্য। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ওই দিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শ্বাসনালিসহ রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য