Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

 ২১ ঘণ্টা পর কিশোরগঞ্জের ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

 ২১ ঘণ্টা পর কিশোরগঞ্জের ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার ২৩ ইউনিয়নে ২১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। 

আজ রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু করে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)। 

কিশোরগঞ্জ পবিস সূত্র জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কালবৈশাখী ঝড়ের আঘাতে কিশোরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও করিমগঞ্জ উপজেলার পলিটেকনিক কলেজের আশ-পাশের বিভিন্ন স্থানে গাছ-পালা পড়ে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন ছিঁড়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। 

অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠান কল-কারখানা, হাসপাতাল ও অটোরিকশা চার্জসহ বিদ্যুৎ চালিত কাজ করতে চরম ভোগান্তি পোহাতে হয় মানুষকে। 

সবচেয়ে বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ অটোরিকশা চালকেরা। রাতে যানবাহনে চার্জ দিতে না পারায় দিনে যাত্রী পরিবহন করতে পারেনি তাঁরা। 

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কর্মীরা রোববার সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করেন। ২১ ঘণ্টা পর তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু করে কিশোরগঞ্জ পবিস। 

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিঠামইন আঞ্চলিক কার্যালয়ের অধীনে প্রায় ৭৪ হাজার গ্রাহক রয়েছেন। অষ্টগ্রামে প্রায় ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনা আংশিকে ২০ হাজার গ্রাহক রয়েছেন। 

মিঠামইন পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী কামাল হোসেন বলেন, গত রাত থেকে পল্লী বিদ্যুৎ কর্মীদের অব্যাহত চেষ্টায় বিকেল সাড়ে ৪টায় তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।

ডেমরায় এলাকাবাসীর সঙ্গে যুবদলের সংঘর্ষ, আহত ৮

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত

জুলাই-আগস্টের ২ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

নিপীড়নবিরোধী গণপদযাত্রায় পুলিশের বাধার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ডিএমপির সাঁড়াশি অভিযানে ঢাকায় একদিনে গ্রেপ্তার ২৪৮

সাভারে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, নিহত ২

টাঙ্গাইলে শিক্ষাসফরের ৪ বাসে ডাকাতি

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গ্রামীণফোনের চাকরিচ্যুতদের ছত্রভঙ্গ করে কয়েকজনকে তুলে নিয়ে গেল পুলিশ

স্থানীয় নির্বাচন আগে করতে চাওয়া দুরভিসন্ধিমূলক: মির্জা আব্বাস