হোম > সারা দেশ > ঢাকা

শ্রীনগরে বৃদ্ধের লাশ উদ্ধার, স্ত্রী আটক

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ছলিম শেখ (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ বৃদ্ধের স্ত্রীকে আটক করেছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান। তিনি বলেন, ‘ছলিমের লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী রোকসানা বেগমকে আটক করা হয়েছে। এ নিয়ে শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।’

নিহত ছলিম শেখ শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকার আউয়াল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ছলিম ও তাঁর স্ত্রী রোকসানা আজ বেলা ১১টার দিকে বাড়ৈখালী বাজারে যান। বাড়িতে ফেরার পথে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ নিয়ে বাড়িতে এসে ছলিম স্ত্রীকে ঝাড়ু দিয়ে পেটাতে শুরু করেন। এ সময় রোকসানা ঝাড়ু কেড়ে নিয়ে স্বামীকে আঘাত করেন। এতে স্বামী উঁচু স্থান থেকে গড়িয়ে নিচু স্থানে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় স্থানীয় লোকজন রোকসানাকে আটকে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।

ছলিম শেখ বেশ কয়েক বছর কাতারে ছিলেন। ৩৫ বছর আগে লস্করপুর গ্রামের রোকসানা বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে এক মেয়ে রয়েছে। ছলিমের সঙ্গে এটি রোকসানার দ্বিতীয় বিয়ে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন