মুন্সিগঞ্জের সদর উপজেলার ডোবা থেকে অজ্ঞাত যুবকের (৩০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে মিরকাদিম পৌরসভার চন্দনতলা এলাকায় রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশের পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হাতিমাড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নীরু মিয়া।
তিনি জানান, গতকাল শনিবার রাতের যেকোনো সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।