Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাবির বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন

জাবি প্রতিনিধি

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাবির বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের একাংশ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মানববন্ধন করেছেন। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন হয়। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন।

এ সময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়। একই সঙ্গে লাগামহীন দুর্নীতি, অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদ করেন বিক্ষুব্ধ শিক্ষকেরা।

জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যাপক শামসুল আলম মানববন্ধন সঞ্চালনা করেন। এ সময় ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ‘বর্তমান শাসকদল কর্তৃত্ববাদিতে পরিণত হয়েছে। নির্বাচনী এলাকাকে নিজেদের ক্রম অনুযায়ী সাজিয়েছে। আমাদের জনগণের দাবির প্রতি একই সুরে পশ্চিমা রাষ্ট্রগুলোও কথা বলছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন।’

জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহ্বায়ক ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুল আহছান বলেন, ‘বাংলাদেশ আজ নানা সমস্যায় জর্জরিত। সব সমস্যার মূল হচ্ছে দেশে কর্তৃত্ববাদী, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা। যেটা দেখে আজ দেশে-বিদেশে সবাই মনে করছে, এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন হলে যে সরকার নির্বাচিত হবে, তার নেতৃত্বেই সব সমস্যা সমাধান করা সম্ভব হবে।’

অফিসারস সমিতির সহসভাপতি আবদুর রহমান বলেন, ‘একটা বিষয় নিশ্চিত, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ৷ মানুষ তাদের রাজনৈতিক অধিকার চায়, কথা বলার অধিকার চায়। আমরা গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছি।’

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি