হোম > সারা দেশ > ঢাকা

ব্র্যাকের প্রতিটি ইট খুলে নেওয়া হবে: ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের সঙ্গে চুক্তি বাতিলের অবস্থান থেকে সরে না এলে ব্র্যাকের প্রতিটি ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ শুক্রবার ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়। 
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘সমকামিতার বিরোধিতা করায় ব্র্যাক থেকে আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়। যদি ব্র্যাক এই সিদ্ধান্ত না বদলায়, তবে দেশের জনগণকে নিয়ে ব্র্যাকের প্রতিটি ইট খুলে ফেলব।’
 
একটি এনজিও হয়ে ব্র্যাক সমকামিতার বিরোধিতার জন্য চাকরিচ্যুত করবে, সেটা হবে না বলে তিনি উল্লেখ করেন। 
ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়েও এক শিক্ষককে চাকরিচ্যুত করার চক্রান্ত করা হচ্ছে বলে তিনি দাবি করেন। 

ব্র্যাক ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের চাকরিচ্যুতির সমস্যা সামাল দিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। 

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলনের দ্বিতীয় শীর্ষ নেতা। তিনি বলেন, সহশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের লজ্জা তুলে নেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পাঁয়তারা করছে। 

বর্তমান সরকার সমকামিতার পক্ষে, না বিপক্ষে; সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি। 

শিক্ষামন্ত্রী কৌশলে পাঠ্যবই থেকে ইসলামকে বাদ দেওয়ার পাঁয়তারা করছে, এমন অভিযোগ করে তিনি বলেন, সরকার এপার বাংলা ও ওপার বাংলা এক করার চেষ্টা করছে।

সমাবেশে দলের অন্য নেতারা বলেন, শক্তিশালী বিরোধী দল না থাকায় সরকার ক্ষমতার দাপটে জাতিকে মূর্খ করার পরিকল্পনা করছে। 

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ অন্য নেতারা সমাবেশে বক্তৃতা করেন।

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

সেকশন