হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩০ জন ন্যাশনাল মেডিকেলে

জবি প্রতিনিধি 

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৩০ জন শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৩০ জন শিক্ষার্থী। তারা সবাই কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী।

আজ সোমবার দুপুর ১২টায় ড. মাহবুবুর মোল্লা কলেজের সামনে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এরপর দফায় দফায় চলে সংঘর্ষ।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলো-নাইম (২০), সিয়াম (১৯), মোল্লা সোহাগ (১৮) রাজিম (১৭), শরিফুল (১৭), জাহিদ (২৫), মোস্তফা (২৩), রাতুল (২১), শফিকুল ইসলাম (২৬ মেহেদী হাসান (২৪), সজিব ব্যাপারী (২৮), ফয়সাল (১৯), সাগর (২১), ইমন (২৪), সিয়াম (১৮)।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৩০ জন শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের বিষয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত ৩০ জন এসেছে আমাদের কাছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। ১০ জনের ভেতর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি। তাদের সেখানে ভর্তি হতে হবে।’

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন