গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় মেঘনা নদীতে গোসলে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে মেঘনা সেতুসংলগ্ন তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আলিফ (১৭) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের মো. ফয়সাল প্রধানের একমাত্র ছেলে। সে এবার ভবেরচর ওয়াজীর আলী হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ রোববার বেলা ১টার দিকে আরেক বন্ধুকে নিয়ে আলিফ মেঘনা সেতুসংলগ্ন তেতৈতলা এলাকায় গোসলে নামে। পরে সে ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। বন্ধুর মাধ্যমে খবর পেয়ে স্থানীয়রা প্রথমে জাল দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে বেলা দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারকাজ শুরু করেন। তবে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত তার সন্ধান মেলেনি।