নারায়ণগঞ্জের বন্দরে সোহান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টায় বন্দরের রূপালী এলাকায় এ হত্যাকাণ্ড হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সোহান বন্দরের রূপালী আবাসিক এলাকার হোসিয়ারি শ্রমিক সালাম মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, আগের একটি বিরোধের জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্যরা সোহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।