নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন।
হামলায় আহতরা হলেন–হাবিবুর, লিমন, রাসেল, আরিফ ও কবির মিয়াসহ দশজন। তাদেরকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন জানান, গতকাল শনিবার রাত ৯টার দিকে গজারিয়া ইউনিয়নের আমতলা এলাকায় তাঁর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের (দোয়াত কলম মার্কা) সমর্থকেরা মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁর নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর করে নির্বাচনী পোস্টার, ব্যানার খুলে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে ১০–১২ জন সমর্থক-কর্মী আহত হয়।
এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরীফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উসকানিমূলক কথার জেরে কেউ হয়তোবা ২–৩টি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেছে। এ ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। যা আমি পরে জেনেছি। এটাকে তারা বড় করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।’
উল্লেখ্য,৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন-সৈয়দ জাবেদ হোসেন (কাপ-পিরিচ), শরীফুল হক (দোয়াত কলম) ও সারোয়ার মোল্লা (লাঙ্গল)।