হোম > সারা দেশ > নরসিংদী

চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুরের অভিযোগ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন। 

হামলায় আহতরা হলেন–হাবিবুর, লিমন, রাসেল, আরিফ ও কবির মিয়াসহ দশজন। তাদেরকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন জানান, গতকাল শনিবার রাত ৯টার দিকে গজারিয়া ইউনিয়নের আমতলা এলাকায় তাঁর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের (দোয়াত কলম মার্কা) সমর্থকেরা মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁর নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর করে নির্বাচনী পোস্টার, ব্যানার খুলে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে ১০–১২ জন সমর্থক-কর্মী আহত হয়। 

এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরীফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উসকানিমূলক কথার জেরে কেউ হয়তোবা ২–৩টি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেছে। এ ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। যা আমি পরে জেনেছি। এটাকে তারা বড় করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।’ 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, চেয়ারম্যান প্রার্থীদের দুই পক্ষের সমর্থক-কর্মীদের মধ্যে হাতাহাতি হওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য,৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন-সৈয়দ জাবেদ হোসেন (কাপ-পিরিচ), শরীফুল হক (দোয়াত কলম) ও সারোয়ার মোল্লা (লাঙ্গল)।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য