Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

‘সাঈদীর ওয়াজের ভিডিও শেয়ার করায়’ যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

‘সাঈদীর ওয়াজের ভিডিও শেয়ার করায়’ যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

মানিকগঞ্জের সিঙ্গাইরে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজের ভিডিও ফেসবুকে শেয়ার করার অভিযোগ তুলে যুবলীগনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। গত ২৮ আগস্ট সিঙ্গাইর থানায় অভিযোগ করা হলেও গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট উপজেলার জয়মণ্ডপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন তাঁর ফেসবুক আইডিতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর একটি ওয়াজের ভিডিও শেয়ার করেন। সেখানে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল করিমসহ একাধিক নেতা-কর্মী প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেন। দলের নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে তিনি পরে পোস্টটি ডিলিট করে দেন। এ বিষয়ে গত ২৮ আগস্ট যুবলীগ নেতা জাকির হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সাবেক যুবলীগ নেতা মঞ্জুরুল করিম।

এ বিষয়ে সাবেক যুবলীগ নেতা মঞ্জুরুল করিম বলেন, ‘জাকির হোসেনের শেয়ার করা ভিডিওটির মন্তব্যে আমিসহ একাধিক নেতা-কর্মী তীব্র প্রতিবাদ জানালে তিনি পোস্টটি ডিলিট করে দেন। এ বিষয়ে গত ২৭ আগস্ট জাকির হোসেন আমাকে নিয়ে তাঁর ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন, আমি তাঁর মোবাইল ফোন নিয়ে ফেসবুক আইডিতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ভিডিওটি শেয়ার করেছি।’

জাকির হোসেন এ বিষয়ে বলেন, ‘আমি জন্মগতভাবে আওয়ামী লীগ করি। আমরা একসঙ্গে চলাফেরা করি, আমাকে ফাঁসানোর জন্য সাবেক যুবলীগ নেতা মঞ্জুরুল করিম আমার মোবাইল ফোন নিয়ে সাঈদীর ওয়াজের ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন। পরে বিষয়টি টের পেয়ে ডিলিট করে দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান