রাজধানীর ধানমন্ডি লেক থেকে ইমতিয়াজ আহমেদ (৫৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ধানমন্ডি থানার উপপরিদর্শক মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে ধানমন্ডি ৪ নম্বর রোডের মাথার লেকে ওই ব্যক্তির ভাসমান মৃতদেহ দেখতে পাই। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তাটি আরও বলেন, মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে জানা গেছে, ওই ব্যক্তি ধানমন্ডি তিন নম্বর রোডে থাকতেন। একটি ফার্মাসিউটিক্যালে কোম্পানিতে চাকরি করতেন। গতকাল রোববার সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।