হোম > সারা দেশ > ঢাকা

মেলায় নাটক দেখার সুযোগ

শরীফ নাসরুল্লাহ, ঢাকা

বইমেলার সঙ্গে যুক্ত হলো নাট্য প্রদর্শনী। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে এই উৎসব শুরু হয়। শিল্পকলা একাডেমি এবং গ্রুপ থিয়েটার ফেডারেশন এর আয়োজন করেছে। ছবি: আজকের পত্রিকা

বইমেলার উনিশতম দিন ছিল গতকাল বুধবার। বলা চলে, মেলার শেষ দিকের দিনগুলোর শুরু। দর্শনার্থী-পাঠকের ভিড় গতকাল তেমন ছিল না। মেলায় আগতদের মধ্যে খুব কম লোকের হাতেই বই দেখা যায়। অনেক প্রকাশক বলেছেন, এবার এ পর্যন্ত মেলায় বই বিক্রির হার অন্যান্য বছরের তুলনায় বেশ কম। এমন অবস্থায় বইমেলার সঙ্গে যুক্ত হলো নাট্য প্রদর্শনী। শিল্পকলা একাডেমি এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে মেলায় হচ্ছে নাট্য উৎসব। এতে দর্শনার্থীর ভিড় কিছু বেড়ে তা বই বিক্রিতে প্রভাব ফেলবে কি না, তা সময়ই বলবে।

‘অমর একুশে নাট্যোৎসব ২০২৫’ নামে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ১০ দিন ধরে চলবে এই নাট্য উৎসব। প্রতিদিন সন্ধ্যা ৬টায় থাকবে দুটি করে নাটকের প্রদর্শনী। গতকাল উৎসবের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। তিনি বলেন, ‘আমরা এখন কঠিন একটা সময় পার করছি। এখানে দুই দিকে শত্রু আক্রমণ করছে। এক হচ্ছে ভারত এবং তাদের দোসররা, অন্যদিকে আছে দেশের একদল মানুষ, যারা সন্দেহ পোষণ করে আমাদের নাচ, গান, নাটক নিয়ে। এদের কাছে টেনে অথবা বুঝিয়ে কিংবা অতিক্রম করে আমাদের যেকোনো উপায়ে এগিয়ে যেতে হবে।’

জামিল আহমেদ আরও বলেন, ‘আমাদের বাউলগান, ঘুড়ি ওড়ানোর অনুষ্ঠান, নাটক, নৃত্যানুষ্ঠান কোথাও যেন বন্ধ না হতে পারে। তাতে বিদেশে যেমন আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, তেমনি দেশেও শিল্পীদের চর্চা থাকবে না। আমাদের খুব করে দরকার, সব ভেদাভেদ ভুলে নাটকের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের পথ নির্দেশ করা।’

আয়োজনের সভাপতি গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ প্রায়ই খালি পড়ে থাকে উল্লেখ করে শিল্পকলা একাডেমির কাছে আবেদন করেন সেখানে নাটক প্রদর্শনীর ব্যবস্থা করতে। গ্রুপ থিয়েটার ফেডারেশন এর দায়িত্ব নেবে বলে আশ্বাস দেন তিনি। কামাল বায়েজিদ বলেন, ‘অনেক তরুণই নাটক করতে চান। তাঁদের জন্য নাটক করার আরেকটা জায়গা তৈরি হবে।’

অমর একুশে নাট্যোৎসবের উদ্বোধনী দিনে মঞ্চায়িত হয় নাট্যতীর্থের নাটক ‘দ্বীপ’।

নতুন বইয়ের খোঁজে

মেলায় এসেছে রেজাউদ্দিন স্টালিনের কবিতার বই ‘শীতের সংগঠন’। প্রকাশক কণ্ঠস্বর। মানবিক মূল্যবোধের কথা উঠে এসেছে এ বইয়ের কবিতাগুলোয়। বেড়ানো বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা ‘ভ্রমণ’ সম্পাদক সাহিত্যিক অমরেন্দ্র চক্রবর্তীর গল্পগ্রন্থ ‘দ্যাশ বানারিপাড়া’ এনেছে পাঞ্জেরী পাবলিকেশনস। ১৯৪৭-এর বাংলা ভাগের দুঃখ ও বেদনা আর জীবনের নানা টানাপোড়েন নিয়ে লেখা এই বইয়ের ১২টি গল্প।

প্রথাগত চিন্তা ও বিশ্বাসের দিকে নিরন্তর প্রশ্ন ছুড়ে দেওয়া ছিল চিন্তক সরদার ফজলুল করিমের স্বভাবধর্ম। মানুষের মুক্তি আর বিপ্লবের জন্য সমাজ, সংসার ত্যাগ করে নিতান্ত সহজসরল দিন যাপন করেছেন। তাঁর সেই যাপিত জীবনের ছবি উঠে এসেছে ‘অতিক্রান্ত সময়’ নামের দিনলিপিতে। স্বপন নাথের সম্পাদিত বইটির প্রকাশক কথাপ্রকাশ।

বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল মেলায় নতুন বই এসেছে ৭০টি। মোট বই বের হয়েছে ১৭৯৩টি।

আয়োজন

মূল মঞ্চে সৈয়দ মোহাম্মদ শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘শিশুসাহিত্যের মহিরুহ রোকনুজ্জামান খান দাদাভাই’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন জুলফিকার শাহাদাৎ। আলোচনায় অংশগ্রহণ করেন শাহাবুদ্দীন নাগরী।

প্রবন্ধে জুলফিকার শাহাদাৎ বলেন, বাংলা শিশুসাহিত্যে রোকনুজ্জামান খান দাদাভাই এক মহিরুহ। শিশুদের চিত্তবৃত্তির উন্মেষ ও প্রতিভার বিকাশে তাঁর ছিল নিরলস প্রয়াস। তিনি নিজে যেমন শিশুদের নিয়ে অনেক স্বপ্ন দেখতেন, তেমনি শিশুদের মধ্যেও স্বপ্নের বীজ বুনতেন। তাঁর লক্ষ্য ছিল শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। ‘কচি-কাঁচার মেলা’র মাধ্যমে সারা দেশে শিশুদের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিয়েছিলেন তিনি।

সভাপতির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, ‘শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের অতি প্রিয় মানুষ ছিলেন রোকনুজ্জামান খান দাদাভাই। শিশুদের আদর্শবান করে গড়ে তোলার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, তা অবিস্মরণীয়। তাঁর কথা, কাজ ও আদর্শ আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।’

‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন মাহমুদউল্লাহ, কাজল রশীদ শাহীন ও তুহিন খান। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মজিদ মাহমুদ, কামরুজ্জামান ও শফিকুল ইসলাম। গতকাল ছিল সাংস্কৃতিক সংগঠন ‘নবরস’ এবং ‘আবদুল আলীম ফাউন্ডেশন’-এর পরিবেশনা।

আজ বৃহস্পতিবার বইমেলার ২০তম দিন। বিকেল ৪টায় মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ: রশীদ করীম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন হামীম কামরুল হক। আলোচনায় অংশ নেবেন অনিরুদ্ধ কাহালি ও সাখাওয়াত টিপু। সভাপতিত্ব করবেন সুব্রত বড়ুয়া।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য