হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

নিহত আব্দুল বারেক। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদী থেকে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কালীতলা এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি নৌফাঁড়ির পরিদর্শক নাসিম আহমেদ।

নিহত আব্দুল বারেক (৬০) মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড গ্রামের বাসিন্দা। তিনি আরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বারেক ৭ জানুয়ারি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। আজ সকালে হরিরামপুরের কালীতলা এলাকার একটি ভাসমান রেস্তোরাঁর পাশে তাঁর মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরাও সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, ‘কালীতলা এলাকায় নদীতে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে হরিরামপুর ও শিবালয় থানা-পুলিশের পাশাপাশি নৌ পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি