নড়াইলর লোহাগড়া উপজেলায় আগুনে দগ্ধ হয়ে তামান্না (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারি গ্রামে বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবার নাম মো. সোহেল আলী। অগ্নিকাণ্ডে ঘটনায় তাঁর বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। মুহূর্তের মধ্যে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে প্রতিবেশীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় শিশু তামান্না বসতঘরে আটকে পড়ে এবং আগুনে পুড়ে মারা যায়।
লোহাগড়া থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত তামান্নার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।