নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও মেঘনা নদীর মোহনায় অজ্ঞাত এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের সোনারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নদীর মোহনায় কচুরিপানার সঙ্গে লাশ জড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বন্দরের কলাগাছিয়া নৌ-পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে তারা সোনারগাঁ থানা-পুলিশকে খবর দিয়ে মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কলাগাছিয়া নৌফাঁড়ি পুলিশের উপপরিদর্শক জুবায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। স্থানটি সোনারগাঁ থানা এলাকাতে পড়েছে। এই ঘটনায় যাবতীয় আইনগত ব্যবস্থা সোনারগাঁ থানা নিবে। তবে নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওই যুবকের কালো রঙের ফুলহাতা গেঞ্জি ও জিনসের ফুলপ্যান্ট পরা ছিল।