হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার ঘরিষার ইউনিয়নের চর লাউলানি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার ও বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী মতিউর রহমান সাগর বলেন, ‘রাত আনুমানিক ১১টার সময় আমার বাড়ির ভেতরে ও বাইরে একদল মুখোশধারী সন্ত্রাসী প্রায় ৮ থেকে ১০টি হাত বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। কিছুদিন পূর্বে একই সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায় এবং আমাকে মেরে চোখ বেঁধে বাজারের পাশে জঙ্গলের মধ্যে ফেলে রাখে। এ ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। আসা করছি, পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনবে।’

এদিকে ঘটনার পর পর বোমা হামলার প্রতিবাদে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য