Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুর থেকে আজ চলবে দুই-তৃতীয়াংশ ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমলাপুর থেকে আজ চলবে দুই-তৃতীয়াংশ ট্রেন

আজ মঙ্গলবার শেষ হচ্ছে ঈদের ছুটি। বৃহস্পতিবার থেকে শুরু হবে অগ্রিম টিকিটের ফিরতি যাত্রা। ঈদের পরদিন আজ মঙ্গলবার খুব বেশি ট্রেন চলবে না বলে জানিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। গতকাল ঈদের দিন মাত্র একটি মেইল ট্রেন চলেছে বলে জানিয়েছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার। 

আজ কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঈদের পরে সব ট্রেন চলে না। গুটি কয়েক ট্রেন চলে, যা দুই-তৃতীয়াংশ হতে পারে। বৃহস্পতিবার থেকে অগ্রিম টিকিটের যাত্রা শুরু হবে।

কমলাপুর রেলওয়েসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ মেইল, কমিউটার আর আন্তনগর মিলিয়ে ৩২ জোড়া ট্রেন চলতে পারে। সাধারণত এই সময়ে ৪৩ জোড়া আন্তনগর ও মেইল, কমিউটার মিলিয়ে ৬৯ জোড়া ট্রেন চলাচল করে। 

রোববার কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেছিলেন, ঈদের দিন ঢাকা থেকে চট্টগ্রামে একটি মেইল ট্রেন চলবে। এ ছাড়া আর কোনো ট্রেন চলবে না। তবে ঈদের পরদিন ১৮ জুন কিছু কিছু ট্রেন চলবে। সেখানে আন্তনগরও থাকবে। ১৯ তারিখেও একইরকম হতে পারে ৷ তবে আশা করছি সেদিন মোটামুটি সব ট্রেনই চলবে। 
 
এদিকে রেলের ফিরতি যাত্রার টিকিট ১০ জুন থেকে বিক্রি হয়েছে। আন্তনগর ট্রেনের ২০ জুনের আসন বিক্রি হয় ১০ জুন; ২১ জুনের আসন বিক্রি হয় ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হয় ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হয় ১৩ জুন; ২৪ জুনের আসন বিক্রি হয় ১৪ জুন। ২০ থেকে ২৪ জুন পর্যন্ত ঢাকার বাইরে থেকে যাত্রীরা ঢাকায় ফিরবেন।

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’