Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলা, বাবা–মায়ের পর এবার নার্সিং শিক্ষার্থী ছেলে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলা, বাবা–মায়ের পর এবার নার্সিং শিক্ষার্থী ছেলে গ্রেপ্তার
গ্রেপ্তার নার্সিং শিক্ষার্থী মোত্তাকিম। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে আলোচিত অর্থোপেডিক চিকিৎসক শাহিন আক্তার জোয়ারদারের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নার্সিং শিক্ষার্থী মোত্তাকিমকে (২০) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে মোত্তাকিমকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার পরদিন তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করে পুলিশ।

নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিম শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. আলমগীরের ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন করছেন। এ ছাড়া তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কোতোয়ালি থানার পুলিশের একটি দল মোত্তাকিমকে গতকাল মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছয় আসামির মধ্যে তাঁর বাবা–মাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর দুপুরে হামলার শিকার হন হাসপাতালটির চিকিৎসক ও মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহিন আক্তার জোয়ারদার। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ট্রমা বিভাগ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ইন্টার্ন নার্স মোত্তাকিম তাঁকে ধাক্কা দেন। এর জেরে আধা ঘণ্টা পর ৮-১০ জন বহিরাগত নিয়ে তাঁর ওপর হামলা চালান মোত্তাকিম। এ সময় চিকিৎসক মাটিতে পড়ে গেলে লোহার রড দিয়ে পেটান হামলাকারীরা। এতে তাঁর দুটি দাঁত ভেঙে যায় এবং ঠোঁট কেটে যায়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা। পরে মোত্তাকিমের মা ওই হাসপাতালের সিনিয়র নার্স জোবায়দা গুলশান, বাবা আলমগীর হোসেনসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে

ডিআরইউ কর্মচারীদের ওপর হামলা: এক আসামির জামিন, আরেকজন কারাগারে

মাদারীপুরে খালে ধরা পড়া কুমির মারা হলো পিটিয়ে

‘প্রথম এত শান্তিতে বাড়ি যাচ্ছি, এটা অন্য রকম এক ঈদযাত্রা’

ঈদের আগে বেতন-ভাতা অনিশ্চিত ১৭০০ শ্রমিকের

রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মৃত শিশুকে ফেলে উধাও স্বজনেরা

‎নবাবগঞ্জে নিখোঁজ হওয়ার ৪০ দিন পর যুবকের লাশ উদ্ধার

ঈদের ছুটিতে অপরাধীদের ‘মূর্তিমান আতঙ্ক’ হতে চায় ডিবি

মুন্সিগঞ্জে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই, গণপিটুনিতে নিহত ১

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে মিলল ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা