Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মাদক কেনার টাকা কম দেওয়ায় মায়ের হাতের রগ কাটল ছেলে

মাদক কেনার টাকা কম দেওয়ায় মায়ের হাতের রগ কাটল ছেলে

গাজীপুরের শ্রীপুরে মাদক কেনার টাকা কম দেওয়ায় বানু বিবি (৭৫) নামে এক নারীর ডান হাতের রগ কেটে দিয়েছেন ছেলে। 

গতকাল শুক্রবার উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামে এ ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত বৃদ্ধাকে স্বজনেরা উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তোফাজ্জল হোসেন (৩৫) বানু বিবির দ্বিতীয় সন্তান। 

তোফাজ্জল হোসেনের বড় ভাই আফজাল হোসেন বলেন, গতকাল সকালে মা রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় তোফাজ্জল এসে মায়ের কাছে মাদক কেনার জন্য ২০০ টাকা দাবি করেন। মা তাঁকে ২০ টাকা দিয়ে বলেন আর নেই। এরপর মায়ের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে মায়ের ডান হাতে আঘাত করে হাতের বেশির ভাগ অংশ কেটে ফেলেন। এ ছাড়া মাথায় কয়েকটি আঘাত করেন। তখন মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।

প্রতিবেশীরা এগিয়ে এলে তোফাজ্জল বাড়ি থেকে পালিয়ে যান। এরপর মাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন মায়ের হাতের অনেকগুলো রগ কেটে গেছে। আজ শনিবার রাতে মায়ের অপারেশন হবে। 

তিনি আরও বলেন, তোফাজ্জল খুবই মাদকাসক্ত। স্ত্রী-সন্তানকে মারধর করেন। তাঁর অত্যাচার থেকে মুক্তি পেতে স্ত্রী তাঁকে ফেলে কারখানায় চাকরি করছেন। 

তোফাজ্জল হোসেনের স্ত্রী জোনাকি আক্তার বলেন, ‘স্বামীর নির্যাতন থেকে বাঁচতে তার সংসার ছেড়ে চলে এসেছি। আমার দুটি সন্তান, সংসার-আত্মীয়স্বজন কিছুই সে মানে না। তাকে প্রতিদিন ২০০ টাকা দিতে হবে। না দিলেও অশান্তি। বিচার-সালিস করেও কোনো লাভ হয়নি।’ 

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমরা মাদকাসক্ত যুবককে আটক করতে অভিযান পরিচালনা করি। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। গুরুতর আহত বৃদ্ধা নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আজ তার অপারেশন হওয়ার কথা। মাদকাসক্ত তোফাজ্জল হোসেনকে আটক করা হবে।’

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের

বুয়েটে প্রথমবারের মতোরিনিউয়েবল এনার্জি ফেস্ট

ভুয়া চিকিৎসা সনদে পেশাদার লাইসেন্স