জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশবাদী সংগঠন ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন’-এর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র মোসাদ্দেকুর রহমান এবং সাধারণ সম্পাদক আইন ও বিচার বিভাগের ছাত্রী সৈয়দা অনন্যা ফারিয়া।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের হাসিবুর রহমান, কোষাধ্যক্ষ নৃবিজ্ঞান বিভাগের আনিকা রাহি, দপ্তর সম্পাদক আইন ও বিচার বিভাগের ওসমান সরদার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক গণিত বিভাগের মেহেরুন্নেসা নীলা।
নির্বাহী সদস্যরা হলেন বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সীজেন সরকার, দর্শন বিভাগের নাজমুল ইসলাম ও লাবীবা আহমেদ।