হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

দখল, চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগে রাজধানীর খিলক্ষেত থেকে সাবেক ছাত্রদল নেতা মাসুদ রানাকে (৩৪) আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

আজ বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার হাজি ক্যাম্পের আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

আটক হওয়া ওই সাবেক নেতা খিলক্ষেতের ৯৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

হাজি ক্যাম্পের সেনা কর্মকর্তারা আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে খিলক্ষেত এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল এবং মাদক কারবার পরিচালনা করছিলেন মাসুদ রানা। এ ছাড়া খিলক্ষেত বাজার এলাকায় বিভিন্ন দোকান দখল করে নিজস্ব ব্যক্তিদের ভাড়া দিয়েছেন তিনি। এসব অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তাঁরা বলেন, ‘আটক হওয়া ওই সাবেক নেতার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাও রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতের মধ্যেই আইনানুগ ব্যবস্থার জন্য তাঁকে খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য