ঢাকার দোহার উপজেলায় পিকআপের ধাক্কায় ইমরান খান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার কার্তিকপুরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইমরান খান কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকার আ. মান্নান খানের ছেলে।
স্থানীয়রা জানান, আজ আনুমানিক দুপুরে জয়পাড়া বাজারে মোবাইল ফোনের দোকান থেকে ভগ্নিপতির মোটরসাইকেল নিয়ে বাসায় খেতে যায়। পথে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হয় ইমরান। পরে স্থানীয়রা উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইমরান খানের ভগ্নিপতি আদনান দোহারী বলেন, ‘দুপুরে আমার দোকান থেকে ইমরান বাসায় খেতে যায়। পরে অনেক সময় পার হলে আমি ফোনে যোগাযোগ করলে আমাকে হাসপাতালে যেতে বলে। এসে দেখি সে আর জীবিত নেই।’
এ বিষয় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘এখনো কোনো মামলা বা অভিযোগ হয়নি। মামলা হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’