হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রউফ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবুল হোসেন (১৮) গুরুতর আহত হন। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীধরনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর দৌলতপুর উপজেলার বাসুদেবপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, রউফ ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভকেশনাল) দশম শ্রেণির ছাত্র। প্রতিদিনের মতো রউফ কোচিং শেষে বাড়ি যাওয়ার সময় সামনে থাকা মাইক্রোবাসকে ওভার ট্রেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ না রাখতে পেরে রউফসহ দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রউফকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, দুই কিশোর হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাচ্ছিল। উপজেলার তেরশ্রী শ্রীধর নগর এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসার মোড়ে এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলেই রউফ মারা যায়। এ সময় তাঁর সঙ্গে বাইকে থাকা আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। 

ওসি আরও বলেন, ‘সুরতহাল শেষে মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত না করার আবেদন করেছে।’ 

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়