Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টিএসসিতে গাছ ভেঙে পড়ে রিকশাচালকের মৃত্যু, আহত ২

ঢামেক প্রতিনিধি

টিএসসিতে গাছ ভেঙে পড়ে রিকশাচালকের মৃত্যু, আহত ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গাছ ভেঙে পড়ে এক রিকশাচালক নিহত হয়েছেন। তাঁর নাম শফিকুল ইসলাম (৩৫) বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ঢাবি শিক্ষার্থীসহ আরও দুজন। 

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টির শুরু হওয়ার পরপরই ঝোড়ো বাতাসের সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত রিকশাচালকসহ তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৬টার দিকে রিকশাচালককে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদা বিনতে রোকন (২২) এবং কাপড় ব্যবসায়ী সাইফুল বারি প্রদীপ (৩০)।

আহতরা জানান, বিকেলে বৃষ্টি শুরু হলে তাঁরা টিএসসিতে কেউ গাছের নিচে কেউবা দোকানে দাঁড়ান। তখন ঝোড়ো বাতাসে একটি বড় গাছ ভেঙে রাস্তায় পড়ে। ওই গাছের নিচে চাপা পড়েন রিকশাচালক। এ ছাড়া গাছের ডালের আঘাতে আহত হন ওই রিকশার যাত্রী ওয়াহিদা ও আরেক রিকশার যাত্রী প্রদীপ।

আহত প্রদীপ জানান, তিনি খিলগাঁওয়ে কাপড়ের ব্যবসা করেন। কাপড় কেনার জন্য রিকশায় পোস্তগোলা যাচ্ছিলেন। পথে বৃষ্টি শুরু হলে তিনি টিএসসিতে রিকশা থেকে নেমে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন। তখন গাছ ভেঙে পড়লে সেই ডালপালার আঘাত লাগে তাঁর শরীরে।

এদিকে নিহত শফিকুলের মোবাইল ফোনে যোগাযোগ করে তাঁর ভাতিজা রায়হানের কাছ থেকে জানা যায়, শফিকুলের বাড়ি শেরপুর সদর উপজেলার আমবাড়িয়া গ্রামে। তাঁর বাবার নাম খাবের আলী।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তাঁর স্বজনদের জানানো হয়েছে। তবে দুজন সামান্য আহত হয়েছেন। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগার

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা: সেই আরাভ খানসহ ৮ জনের রায় পেছাল

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮১ জন

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ, খেলনা পিস্তলসহ উদ্ধার করল পুলিশ

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের কক্ষে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলার আসামি প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর পিএস গ্রেপ্তার