কিশোরগঞ্জের ভৈরবে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৮৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র্যাব-১৪। আজ শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজা থেকে মাজহারুল ইসলাম বাবু (২৪) নামে ওই যুবককে আটক করা হয়।
মাজহারুল ইসলামের বাড়ি নেত্রকোনা জেলার পশ্চিম কাটলী এলাকায়।
র্যাব জানায়, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে পিকআপ ভ্যানে করে মাদকদ্রব্য রাজধানী ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ মাজহারুল ইসলামকে আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে গাড়ির বডির সঙ্গে কাঠের আলাদা পাটাতন তৈরি করে এর ভেতরে লুকিয়ে রাখা ৮৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।