হোম > সারা দেশ > ঢাকা

ছেলেকে বাবার চড়, অভিমানে ছাদ থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকার একটি ৭তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম অর্পণ কর্মকার (১৫)। সে ঢাকা কলেজিয়েট স্কুলের দশম শ্রেণিতে পড়ত। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে শাঁখারীবাজার কৈলাশ ঘোষ লেনের ৬ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন। 

অর্পণকে হাসপাতালে আনা বাবা দিপঙ্কর কর্মকার বলেন, বাড়ির ৬ষ্ঠ তলায় ভাড়া থাকেন তাঁরা। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে অর্পণ মেজো। দুপুরে বাসায় বোনদের সঙ্গে অর্পণের ঝগড়া চলছিল। তখন অর্পণের সঙ্গে রাগারাগি করি এবং একটি চড় মারি। এতে মন খারাপ করে সে রুমে গিয়ে দরজা আটকিয়ে শুয়ে থাকে। কিছুক্ষণ পর ওই দরজা খুলে অর্পণকে ডাকতে গেলে সে দরজা আটকে দেওয়ার চেষ্টা করে। তখন রাগ করে বাসা থেকে বেরিয়ে যেতে বলি।’ 

দিপঙ্কর কর্মকার বলেন, সামান্য এই কথার জন্যই অর্পণ অভিমান করে দৌড়ে ৭তলার ছাদে চলে যায়। সেখানে গিয়েই নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ বলেন, হাসপাতালে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কোতোয়ালি থানা-পুলিশকে জানানো হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য