টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌহালিপাড়া গ্রামের শহিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮)। তাঁরা দুজন যথাক্রমে রামকৃষ্ণ বাড়ি গ্রামের বায়তুর রহমান জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ছিলেন। তা ছাড়া দুজনই ছিলেন বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী।
অরণখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সুলতান বলেন, হাফেজ হাবিবুর রহমান ও হাসান সিরাজী মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তাঁরা কাকরাইদ রামকৃষ্ণবাড়ি গ্রামের বাইতুর রহমান জামে মসজিদে ইমামতি ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ভোরে ফজরের নামাজে অংশ নিতে তাঁরা মাদ্রাসা থেকে মোটরসাইকেলযোগে মসজিদে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তাতে মোটরসাইকেলে থাকা মুয়াজ্জিন ও ইমাম গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পিকআপ জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।