গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠিয়ে দেওয়ায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
আজ রোববার সকাল ১০টা ৪৫ এর দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বসুন্ধরা পেপার মিলস সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম মো. সুজন। তিনি বসুন্ধরা পেপার মিলের শ্রমিক। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের মো. মোস্তাক আহমেদের ছেলে।
দুর্ঘটনায় আহতেরা হলেন—উপজেলার সাং-চর বাউশিয়ার আবু সালেহর ছেলে রুহুল আমিন (২৬), একই এলাকার রাসেলের মেয়ে মরিয়ম (৪৩), সাং-মাথাভাঙ্গা সর্ব থানার আমির হোসেনের ছেলে তারা মিয়া (৫৬)। আহত আরেক বাস যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। তাঁরা স্থানীয় ভাবে চিকিৎসা নেন।
প্রত্যক্ষদর্শী চা দোকানদার আব্দুর রাজ্জাক জানান, তিশা পরিবহনের একটি বাস সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে দুর্ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, আহত রোগীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গাড়িটির চালক পালিয়ে গেছে। বাসটি পুলিশ হেফাজত রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।