মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বজ্রপাতে মিজান হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মনির হাওলাদারের ছেলে।
জানা যায়, আজ বিকেলে মিজান (২৪), বড় ভাই আল আমিন ও তাঁদের বাবা মনির হাওলাদারসহ কয়েকজন মিলে খেত থেকে আলু তোলার কাজ করতে যান। হঠাৎ মেঘের গর্জনে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে তাঁর শরীরের কিছু অংশ ঝলসে যায়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ভাই আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সুস্থ সবল ভাই আমাদের সামনে বজ্রপাতে মাটিতে পড়ে গেল।’ আমার ভাইয়ের কী হলো এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয়রা জানান, মিজান তাঁদের খেতে আলু তুলতে গেলে বজ্রপাতে তাঁর পরনের জামাকাপড়সহ শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।