নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শৈত্যপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ক্লাস শুরু হবে সকাল ১০টায়। এ নির্দেশনা বহাল থাকবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
আজ সোমবার প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়–১) মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।
নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে।
এর আগে গত ১৭ জানুয়ারি যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, সেসব জেলায় আলোচনা সাপেক্ষে প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন।