Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মালয়েশিয়া থেকে লাশ হয়ে দেশে ফিরলেন মাদারীপুরের শাহ আলম

মাদারীপুর প্রতিনিধি

মালয়েশিয়া থেকে লাশ হয়ে দেশে ফিরলেন মাদারীপুরের শাহ আলম
মো. শাহ আলম খন্দকার। ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে লাশ হয়ে দেশে ফিরলেন মাদারীপুরের বাসিন্দা মো. শাহ আলম খন্দকার (৪২)। আজ শনিবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গতকাল শুক্রবার রাতে মালয়েশিয়া থেকে মাদারীপুরের ডাসারের নিজ বাড়িতে লাশ এসে পৌঁছায়। ১ এপ্রিল স্ট্রোকে মারা যান তিনি।

শাহ আলম খন্দকার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের মো. মোয়াজ্জেম খন্দকারের ছেলে।

শাহ আলমের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের শাহ আলম খন্দকার প্রায় ১৬ বছর আগে মালয়েশিয়া যান। সেখানে কাজ করে বাড়ির সবাইকে ভালোই রেখেছিলেন। ১ এপ্রিল রাতে স্ট্রোক করলে শাহ আলমকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েন। শাহ আলমের স্ত্রী মনি বেগম কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘মালয়েশিয়ায় গিয়ে উপার্জন করে পরিবারের জন্য ভালো কিছু করার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তিনি আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। এখন আমি আমার একমাত্র সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছি।’

শাহ আলমের বড় ভাই মো. শাহাদাৎ হোসেন খন্দকার বলেন, ‘আমার ছোট ভাই শাহ আলম খন্দকার ২০০৯ সালে মালয়েশিয়ায় যায়। কিন্তু ১ এপ্রিল রাতে স্ট্রোকে মারা যায় সে।’

এ বিষয়ে জানতে চাইলে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন আজকের পত্রিকাকে বলেন, মালয়েশিয়া থেকে মৃত ব্যক্তির লাশ দেশে এসেছে। পরিবারের কাছে হস্তান্তরের পর লাশ দাফন করা হয়েছে।

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন

জাহাঙ্গীরের নামে হারুনের ফ্ল্যাট-প্লট, ক্রোকের নির্দেশ

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই